Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউপিতে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা

॥শিহাবেুর রহমান/রফিকুল ইসলাম॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, আজ পর্যন্ত দেশের যা কিছু অর্জন তার সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছে তা আর কোন সরকারই করেনি। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল ২১শে জুলাই বিকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি আরো বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে পাশের হার কম হয়েছে। কারণ আমরা পরীক্ষার্থীদেরকে নকল করতে দেয়নি।
নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। শুধু নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধই নয়, পরীক্ষা পদ্ধতিতেও ব্যাপক সংস্কার করা হয়েছে।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে এবার পাঁচ সেট প্রশ্ন করা হয়েছিল। এরমধ্যে থেকে যেকোনো এক সেট প্রশ্নপত্রের আলোকে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রোধ করতে পরীক্ষার ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে বলা হয়েছিল এবং দুই মিনিট আগে প্রশ্নপত্র বিলি করা হয়েছে। কারণ আমরা চাই নকল, মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ।
কাজী কেরামত আলী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমরা এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। দেশের মানুষ শান্তিতে রয়েছে। তাই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করতে হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের অর্জনগুলো জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। সবসময় তাদের পাশে থাকতে হবে।
বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, সদস্য অশোক কুমার বাগচী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মেছের আলী খান ও গফফার আলী, সহ-সাধারণ সম্পাদক ইসলাম মোল্লা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম বিশ্বাস, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম প্রামানিক, বরাট ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য সহিদ মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সজিব ও যুবলীগ নেতা আসজাদ হোসেন আরজু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন বিশ্বাস ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।