॥মোক্তার হোসেন॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের পাংশা শহরের বাসভবনে গতকাল ২০শে জুলাই দুপুরে নির্বাচনী এলাকা পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও এমপি মোঃ জিল্লুল হাকিমের পুত্র মোঃ আশিক মাহমুদ মিতুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এ লক্ষ্যে কেন্দ্র ভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করে নির্বাচনী কাজে দায়িত্ব গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। সেই সাথে সাধারণ জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী-জামাত বিএনপির দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।
তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু হার-জিতের নির্বাচন হয়। এ নির্বাচন সাধারণ জনগণের সুখ-শান্তি, নিরাপত্তা, দেশের উন্নয়নের স্বার্থ জড়িত। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। বিগত বিএনপি জামাত জোট সরকারের সময়ে সারা দেশে আওয়ামী লীগের ২১হাজার নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। পাংশায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও নৃশংসভাবে হত্যা করা হয়। অনেকের বাড়ী-ঘর, রাস্তার গাছ, পুকুরের মাছ লুট করা হয়। বিএনপির দুঃশাসনের কথা মানুষ ভুলে যায় নাই। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি আর নেই। সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।
আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম বলেন, আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। ২০০৮ সালের নির্বাচনের চেয়ে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ অনেক শক্তিশালী ও সু-সংগঠিত। তবে দলের মধ্যে অনুপ্রবেশকারী এবং নানা কারণে বিতর্কিত ও দল থেকে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি নমিনেশন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। অনুপ্রবেশকারী ও কানটাটুদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, দুর্নীতি চক্রের প্রধান হোতা বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় কারাদন্ড হয়েছে। দুর্নীতি করলে তার ফল ভোগ করতে হয়। বিএনপি আর কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না।
যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম বলেন, নেতৃত্বের গুণাবলীর দক্ষতা প্রমাণ করতে হবে। যারা ভবিষ্যতে নেতা হয়ে দলের নেতৃত্ব দিবেন। তিনি বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। পরীক্ষিত ছেলেদের দিয়ে শক্তিশালী সেন্টার কমিটি গঠন করতে হবে। এ ক্ষেত্রে অনুপ্রবেশকারীরা যেন সুযোগ নিতে না পারে।
পাংশা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুল হক ফরহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহবায়ক সফিকুর রহমান তুহিন, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, কালুখালী উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মবি চৌধুরী ও যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম লাবু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে পাংশা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুল হক ফরহাদ বলেন, মিতুল হাকিম আমাদের নেতা। তিনি পাংশা, কালুখালী, বালিয়াকান্দি তথা রাজবাড়ী জেলার যুবলীগ-ছাত্রলীগের প্রাণপুরুষ। তার বলিষ্ঠ নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ তৃণমূলে সু-সংগঠিত হয়েছে।
জামায়াত-বিএনপির দোসরদের ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঠে থাকতে হবে —রাজবাড়ী জেলা আ’লীগের নেতা মিতুল হাকিম
