॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের উদ্যোগে গতকাল ২০শে জুলাই রাত সাড়ে ৮ টার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক(অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাসের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জিব কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।
অনুষ্ঠানে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ জামিল ফোরকান, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পাংশায় নাট্যালোকের উদ্যোগে অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাসের সংবর্ধনা প্রদান
