॥কুষ্টিয়া প্রতিনিধি॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ১৯শে জুলাই রাত সোয়া ৯টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন মাদুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ জিয়া(৪০) নামের এক মুদী দোকানীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জিয়া মাদুলিয়া গ্রামের লোকমানের ছেলে। উদ্ধারকৃত ১৫পিস ইয়াবার ওজন ১.৫০ গ্রাম, যার মূল্য অনুমান সাড়ে ৭ হাজার টাকা। এছাড়াও অভিযানের সময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন(২টি সিমসহ) জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাকে কুমারখালী থানায় হস্তান্তরপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কুমারখালীতে র্যাবের অভিযানে ইয়াবাসহ মুদী দোকানী গ্রেপ্তার
