Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১৮ই জুলাই সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস।
বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ(একটি বাড়ী একটি খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা প্রকল্প প্রভৃতি) সম্পর্কে আলোচনা করেন এবং এগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় মহিলাগণ উপস্থিত ছিলেন।