॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে গতকাল ১৮ই জুলাই বেলা ১১টায় জেলা মৎস্য ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামিমা আক্তার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ মৎস্য সপ্তাহের কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মনিরুজ্জামান, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য সাজিদ হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ মিয়া, সহ-সভাপতি আসহাবুল ইয়ামিন রয়েন, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলায় যে সমস্ত কর্মসূচী পালিত হচ্ছে সে সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করা হয়।
মৎস্য সপ্তাহের কর্মসূচীসমূহের মধ্যে রয়েছে ঃ ১ম দিন ১৮ই জুলাই জেলা ও উপজেলায় সংবাদ সম্মেলন এবং মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা, ২য় দিন ১৯শে জুলাই সকাল ১০টায় কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে র্যালী, সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে আলোচনা ও উদ্বোধন অনুষ্ঠান, বেলা ১২টায় জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে ১২টায় সদর উপজেলা মৎস্যবীজ উৎপাদন খামারে মৎস্য মেলার উদ্বোধন, ৩য় দিন ২০শে জুলাই সকাল ১০টায় উড়াকান্দা বাজার ও ধাওয়াপাড়া ঘাটে বর্তমান সরকারের মৎস্য সেক্টরের অর্জিত অগ্রগতি সম্পর্কে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪র্থ দিন ২১শে জুলাই সকাল ১০টায় মাছ বাজার ও পদ্মা নদীতে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ৫ম দিন ২২শে জুলাই বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিন ২৩শে জুলাই সকাল ১০টায় আলীপুর ইউনিয়নের কালিচরণপুর গ্রামে মৎস্য চাষ উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা ও প্রামাণ্য প্রদর্শন এবং ৭ম দিন ২৪শে জুলাই জেলা মৎস্য দপ্তরের হলরুমে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন
