॥শিহাবুর রহমান॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে কেন্দ্র কমিটি গঠন করবে আওয়ামীলীগ। এ উপলক্ষে গতকাল ১৬ই জুলাই বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে ও পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজী কেরামত আলী,এমপি।
পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী আলমগীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, কোষাধ্যক্ষ আজগর আলী বিশ^াস, প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সহ-সম্পাদক আব্দুস সালাম মিলন ও সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী এমপি বলেন, এবারের ইলেকশনটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। এ নির্বাচনে আমাদের জিততে হলে আমাদের সেভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, জননেত্রী বলেছেন যাকে নমিনেশন দেয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে। তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবারের নির্বাচনে বেশি ভূমিকা থাকবে নারীদের। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব জায়গায় নারীদের উন্নয়ন করেছেন।
সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা।
পাঁচুরিয়ায় আওয়ামী লীগের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা
