॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী পৌরসভার উদ্যোগে গত ১৫ই জুলাই বিকালে পৌরসভার মিলনায়তনে বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, সিনিয়ন সহকারী পুলিশ সুপার(সদর) মোঃ আছাদুজ্জামন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাজারের ব্যবসার পরিবেশ নিশ্চিত করার দাবী জানান এবং রেলগেট থেকে বাজারের অভ্যন্তরের রাস্তার দুই পাশে মোটর সাইকেল পার্কিং ও সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। সরকারী আইন মেনে ব্যবসা করলে সরকার আপনাদের পাশে থাকবে। ফুটপাত দখলমুক্ত করতে পৌর কর্তৃপক্ষকে সহযোগিতার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা পৌরসভাকে সহায়তা করলে পৌরসভাও আপনাদের সহায়তা করবে। পারস্পরিক সু-সম্পর্ক ব্যবসায়ী সমাজসহ সকলের কল্যাণ বয়ে আনবে। রাজবাড়ী শহরটি অনেক সাজানো গোছানো হলেও বাজারটি সেভাবে গড়ে ওঠতে পারে নাই বলে তিনি উল্লেখ করেন।
সভায় ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন সংরক্ষণের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
সরকারী আইন মেনে ব্যবসা করলে সরকার আপনাদের পাশে থাকবে—– শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী
