Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গণপরিষদ সদস্য মোসলেম মৃধার কবর জিয়ারত করলেন ডাঃ ইকবাল আর্সলান

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির তারাপুর গোরস্থানে গতকাল ১৯শে জানুয়ারী বিকেলে সাবেক গণপরিষদ সদস্য মরহুম মোসলেম উদ্দিন মৃধার কবর জিয়ারত করেন স্বাচিপ’র সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান।
বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাংশায় ফেরার পথে তারাপুর কবরস্থানে সাবেক গণপরিষদ সদস্য মরহুম মোসলেম উদ্দিন মৃধার কবর জিয়ারত করেন তিনি। প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান মরহুম মোসলেম উদ্দিন মৃধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইমান আলী মাষ্টার, সাধারণ সম্পাদক রবিউল আলম ছগির, বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এনামুল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।