॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা’র নির্দেশনা ও তত্ত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ গত ১১ই জুলাই গভীর রাতে উপজেলার মৌরাট ইউপির বাগদুলী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, মাদক, বিস্ফোরক, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক ৫টি মামলার আসামী মজনু বিশ্বাস (৩৮)কে দেশীয় তৈরী ১টি একনালা বন্দুক ও ১রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে।
ধৃত মজনু বিশ্বাস পাংশা উপজেলার মৌরাট ইউপির বাগদুলী চৌড়াপাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই সেকেন্দার, এস.আই নুরুল আমীন, এএসআই মাসুদুল ইসলাম ও এএসআই মোঃ মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ গত বুধবার গভীর রাতে মজনু বিশ্বাসের শ্বশুর বাগদুলী গ্রামের মৃত বিশু বিশ্বাসের বাড়ীর একটি বসতঘরের ভিতরে পাটকাঠির চাঙের উপর থেকে দেশীয় তৈরী ১টি একনালা বন্দুক ও ১রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে। ধৃত মজনু বিশ্বাস সাম্প্রতিক সময়ে শ্বশুর বাড়ীতেই বসবাস করছিল।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং যৌতুক নিরোধ আইনে ১টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও মাদকের মামলা রয়েছে বলে জানান পাংশা মডেল থানার ওসি মোঃ আহসান উল্লাহ।
অবৈধ অস্ত্র-গুলিসহ গ্রেফতারের বিষয়ে মজনু বিশ্বাসের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে এএসআই মোঃ মাসুদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি এস.আই সেকেন্দার তদন্ত করছেন। গতকাল ১২ই জুলাই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাংশায় পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র গুলিসহ ৫মামলার পলাতক আসামী মজনু বিশ্বাস গ্রেপ্তার
