॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাওলীজয়পুর গ্রামের প্রয়াত নির্মাণ শ্রমিক হারেজ মিস্ত্রির পরিবারকে মৃত্যু কালীন টাকা প্রদান করেছেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং-৩৫৭৮)।
গতকাল ১০ই ডিসেম্বর রাতে দাদশী ইউনিয়নের জয়রামপুরে কুদ্দুসের দোকানে প্রয়াত শ্রমিক হারেজের স্ত্রী কুটিজানের হাতে এ টাকা তুলে দেন সংগঠনের সভাপতি গোলাম কাদের ও সাধারণ সম্পাদক মোঃ লালন শেখ। এ সময় সহ-সাধারণ সম্পাদক নেফাজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ শাহিন সরদার, দপ্তর সম্পাদক মোমিন প্রামানিক ও সাবেক সাধারণ সম্পাদক শাজাহান সান্টুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করার আহবান জানান।
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যর মৃত্যুকালীন টাকা প্রদান
