Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালুখালী উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

॥রাকিবুল ইসলাম॥ আগামীকাল ১৪ই জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(১ম রাউন্ড) উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল ১২ই জুলাই বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ খোন্দকার আবু জালাল, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) শম্ভু দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনসুর আহমেদ ও রতনদিয়া বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল মালেক প্রমুখ। সভা সঞ্চালনা করেন এসআই তালেবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি চিকিৎসা সেবার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, পূর্বে আমরা পুষ্টির অভাবে অনেক শিশুকে রাতকানা রোগে আক্রান্ত হতে দেখেছি। কিন্তু এ ধরণের ক্যাম্পেইনের ফলেই বর্তমানে এ রোগ থেকে মানুষ মুক্তি পেয়েছে। তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড)-এ কালুখালীর উপজেলার ৭টি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২হাজার ১৭৫জন ও ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার ২৯৬জনসহ মোট ১৯ হাজার ৪৭১ জন শিশুকে ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।