॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামে পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশীরা। তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ঃ পূর্ব মৌকুড়ী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম(৪০) এবং মেয়ে জোহরা আক্তার(১৩)।
আহত রিজিয়া বেগমের স্বামী শরিফুল ইসলাম জানান, গত ১৬ই জানুয়ারী সকাল ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী ওহাব মল্লিক, মোজাম মল্লিক, মাছুম মল্লিক এবং মালেকা বেগম অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
বালিয়াকান্দি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছাত্রী জোহরার অবস্থা গুরুতর। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বালিয়াকান্দিতে মারপিটে মা-মেয়ে হাসপাতালে
