Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥কালুখালী প্রতিনিধি॥ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কালুখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গতকাল ১১ই জুলাই বিকাল সাড়ে ৩টায় কালুখালী কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সিভিল সার্জনের প্রতিনিধি এমওসিএস ডাঃ কাজী শফিউল আজম শুভ, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা। স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ পাংশা ইশরাত জাহান।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল বাসার চৌধুরী। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, জেলা বার এসোসিয়েশনের সম্পাদক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাবেক সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেনসহ কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ আমিনুল হক বলেন, ন্যায় বিচার পাওয়া মানুষের জন্মগত ও রাষ্ট্রীয় অধিকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নিজ হাতে গড়া এই জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড কমিটি)। এই সংস্থার মাধ্যমে সমাজের অবহেলিত অসহায়, দরিদ্র ব্যক্তিদের বিচার প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হয়। যারা অর্থের অভাবে বিচার সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদেরকে বিনাখরচে আইনী সহায়তা দেয়ার জন্যই ২০০০ সালে এই সংস্থার সৃষ্টি হয়। এই সংস্থার মাধ্যমে আইনী সহায়তা দেওয়ার জন্য রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় মতবিনিময় সভা করার পর পর্যায়ক্রমে জেলার ৪২টি ইউনিয়ন পরিষদে গিয়ে মতবিনিময় সভা করা হবে। তিনি লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের হতদরিদ্র, দুঃস্থ, অসহায়, অর্থহীন জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের জন্য এ সংস্থা গঠন করেছে। আমার জনগণের সাথে সম্পর্কিত রাজনৈতিক জীবনের ১৬ বছরে এ ধরণের কোন অনুষ্ঠান কখনো চোখে পড়েনি। সম্মানিত বিচারকগণ তৃণমূল পর্যায়ে এসে জনগণের দোরগোড়ায় আইনী সহায়তা পৌঁছে দেয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়।
তিনি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, গ্রামে এখনো বিভিন্ন সমস্যার সালিশ হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সঠিক হয় না। তাই তিনি প্রকৃত অপরাধীদের সঠিক বিচার এবং নিরপরাধীদের হয়রানীর শিকার হওয়া বন্ধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।