Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গৃহ নির্মাণ’ প্রকল্পের কাজ তদারকি ও গুচ্ছগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত সভা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই জুলাই সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে ‘যার জমি আছে ঘর নাই, তার জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের কাজ তদারকি ও গুচ্ছগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, এ প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ২৭১ টি, পাংশা উপজেলায় ৩০৮ টি, কালুখালী উপজেলায় ৫২০ টি এবং গোয়ালন্দ উপজেলায় ১৯ টি গৃহ নির্মাণের জন্য প্রতিটি গৃহ নির্মাণ বাবদ ১ লক্ষ টাকা করে বরাদ্দ এসেছে। এ ছাড়া রাজবাড়ী সদর উপজেলায় বাজিতপুর গুচ্ছগ্রাম এবং গোয়ালন্দ উপজেলায় বেতকা গুচ্ছগ্রামের জন্য গৃহ, ল্যাট্রিন, রান্নাঘর, মাল্টিপারপাস হল এবং নলকূপ স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। বাজিতপুর গুচ্ছগ্রামের জন্য ৭ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকা এবং বেতকা গুচ্ছগ্রামের জন্য ১ কোটি ২৯ ক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৮ এর মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।