॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১০ই জুলাই সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে ‘যার জমি আছে ঘর নাই, তার জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের কাজ তদারকি ও গুচ্ছগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, এ প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ২৭১ টি, পাংশা উপজেলায় ৩০৮ টি, কালুখালী উপজেলায় ৫২০ টি এবং গোয়ালন্দ উপজেলায় ১৯ টি গৃহ নির্মাণের জন্য প্রতিটি গৃহ নির্মাণ বাবদ ১ লক্ষ টাকা করে বরাদ্দ এসেছে। এ ছাড়া রাজবাড়ী সদর উপজেলায় বাজিতপুর গুচ্ছগ্রাম এবং গোয়ালন্দ উপজেলায় বেতকা গুচ্ছগ্রামের জন্য গৃহ, ল্যাট্রিন, রান্নাঘর, মাল্টিপারপাস হল এবং নলকূপ স্থাপনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। বাজিতপুর গুচ্ছগ্রামের জন্য ৭ লক্ষ ৭৭ হাজার ৫ শত টাকা এবং বেতকা গুচ্ছগ্রামের জন্য ১ কোটি ২৯ ক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৮ এর মধ্যে এ প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।