॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে গতকাল ৯ই জুলাই বিকালে থানা পুলিশ মোঃ আমীর আলী(৬২) নামের অবসরপ্রাপ্ত এক ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার হয়েছে। সে গঙ্গারামপুর গ্রামের মৃত মেছের মল্লিকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, আমের আলীর চাচাতো ভাই আকবর মল্লিক ও আক্কাস মল্লিকের সাথে অপর চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় মারামারি ও আদালতে মামলা চলে আসছে। এমনই এক মামলায় ৮ই জুলাই রাতে বালিয়াকান্দি থানার পুলিশ মোঃ আমীর আলীর অন্য চাচাতো ভাইদের গ্রেফতার করে। এ সংবাদ পেয়ে আমের আলী রাত ১০টার দিকে বাড়ী থেকে ১০ হাজার টাকা নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ী ফিরে আসে নাই। গতকাল সোমবার বিকালে বাড়ী থেকে বেশ কিছুটা দূরে গঙ্গারামপুর ঈদগাহের পাশের পাটক্ষেতের মধ্যে এলাকার কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে আমের আলীর লাশ পড়ে থাকতে দেখে। এরপর খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি ডাক্তার-ইঞ্জিনিয়ার ও পেশাজীবী সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য।
পরিবারের লোকজনের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে ধরে নিয়ে হত্যা করে পাটক্ষেতে ফেলে রাখা হয়।
খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম এবং বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বালিয়াকান্দির নারুয়ায় পাট ক্ষেত থেকে ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার
