॥আবুল হোসেন॥ গতকাল ৯ই জুলাই রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিটাক-এর সেপা প্রকল্পের আওতায় বেকার যুবক ও যুব নারীদের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর আয়োজনে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিটাক-এর পরিচালক সৈয়দ মোঃ ইহসানুল করিম।
অন্যান্যের মধ্যে সেপা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, উপস্থিত বেকার যুবক ও যুব নারীরা বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যথাক্রমে ২মাস ও ৩মাসব্যাপী প্রশিক্ষণ লাভ করবে। তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাবে। একই সাথে বেকারত্ব থেকে মুক্তি পাবে।