Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় অপরাধ প্রবণতা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়রের কার্যালয়ে গতকাল ৭ই জুলাই রাত ৭টার দিকে পাংশা বাজারে অপরাধ প্রবণতা রোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পৌরসভার মেয়র পাংশা শিল্প ও বণিক সমিতির আহবায়ক আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, আমি সেবা দিতে এসেছি। আপনারা সুখে শান্তিতে ঘুমাবেন, আমি আপনাদের যানমালের পাহারা দিব। এলাকায় যাতে চুরি ছিনতাই না হয়, কেউ যাতে মাদক কেনা-বেচা করতে না পারে তার জন্য পুলিশ সর্বদা কাজ করছে। আপনারা শুধু অপরাধীদের অবস্থান সম্পর্কে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
তিনি বণিক সমিতি কর্তৃক বাজারে নিয়মিত পাহারার ব্যবস্থা করা, পুলিশের টহল কার্যক্রম জোরদারকরণ, বাজার সিসি ক্যামেরার আওতায় আনা, পাহারাদারের সংখ্যা বৃদ্ধি, পাহারাদারদের মোবাইল ফোন, ড্রেস ও বাঁশি ব্যবহারের গুরুত্বারোপ করে সিসি ক্যামেরা ক্রয়ের জন্য ব্যক্তিগত অনুদান হিসেবে পাংশা শিল্প ও বণিক সমিতিকে নগদ ৫হাজার টাকা প্রদান করেন। সেই সাথে পাহারাদারদের মোবাইল ফোন, ড্রেস ও বাঁশি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ওসি মোঃ আহসান উল্লাহ।
মতবিনিময় সভায় পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পাংশা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, বিশিষ্ট ব্যবসায়ী নবীন, ইসাহাক ও নিরাপদ্র অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বাজারে পাহারাদারের সংখ্যা বৃদ্ধি ও বাজার সিসি ক্যামেরার আওতায় আনার ব্যাপারে স্ব-স্ব অবস্থান থেকে আর্থিক অনুদান প্রদান করার কথা উল্লেখ করেন। সেই সাথে বক্তারা এক সপ্তাহের মধ্যে বাজার সিসি ক্যামেরার আওতায় আনার দাবী জানান। মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস সম্মিলিত প্রচেষ্টায় বাজার সিসি ক্যামেরার আওতায় আনা, বাজারে নিয়মিত পাহারার ব্যবস্থা করা এবং পাহারাদারের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, আবুল হোসেন শেখ, বাদশা মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী অশোক পাল, লাল্টু বিশ্বাসসহ শতাধিক ব্যবসায়ী ও দোকানদারগণ এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।