Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥স্টাফ রিপোর্টার॥ যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৬ই জুলাই বিকালে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী জেলা যুব মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রেলগেট চত্বরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ রফিকুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কানিজ ফাতেমা চৈতী, পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তানজিনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, এবার স্বল্প সময়ের প্রস্তুতিতে এই আয়োজন করা হলেও ভবিষ্যতে আরো বড় পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। সামনেই জাতীয় সংসদ নির্বাচন, যা আমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। এ জন্য যুব মহিলা লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় গিয়ে নারী ভোটারদের বোঝাতে হবে। তাদের সামনে আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো তুলে ধরতে হবে।
এ সময় পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তার, সাংগঠনিক সম্পাদক সেতু আক্তার ও ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা শিমুলসহ যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।