॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর আশ্রয়ণ প্রকল্প সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল ৬ই জুলাই আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সমিতির কার্যনির্বাহী কমিটির ৩টি পদের বিপরীতে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে আহম্মদ আলী খান চেয়ার প্রতীকে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ইমান আলী শেখ ছাতা প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আরশাদ আলী টিভি প্রতীকে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আফজাল প্রামানিক ফ্রিজ প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট।
সহ-সভাপতি পদে নূর ইসলাম হাতি প্রতীকে এবং শুকুর আলী শেখ মই প্রতীকে সমানসংখ্যক ৩৫টি করে ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে নূর ইসলামকে নির্বাচিত করা হয়। মোট ৭৪জন ভোটারের মধ্যে ৭০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, রূপপুর আশ্রয়ণ প্রকল্পে ৪০টি পরিবার বসবাস করে।
রাজবাড়ী সদর উপজেলার রূপপুর আশ্রয়ণ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
