॥তনু সিকদার সবুজ॥ বালিয়াকান্দি উপজেলার বনগ্রামে আম বাগান মালিক আবু নাসির উজ্জল (৩৬)কে গত ২৮শে জুন গভীর রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে নবাবপুর ইউনিয়নের বনগ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে।
আহত আবু নাসির উজ্জল বলেন, আমি প্রতি রাতেই আমার বাড়ীর অদুরে আম বাগানে পাহাড়া দেই। গত ২৮শে জুন রাতেও আমি আম বাগানে পাহারা দেয়া অবস্থায় রাত ১টার দিকে একই গ্রামের কবির, তাছির, তৌহিদসহ ৪/৫ জন আম খেতে আসে। আমি তাদেরকে সকালে আসতে বলি। তখন তারা আমার কথা না শুনেই জোর করে আম পারতে থাকে। এতে আমি বাঁধা দিলে তারা আমাকে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপায়। তখন আমি চিৎকার দিলে বাড়ীর লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন আবু নাসির উজ্জলের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বালিয়াকান্দিতে আম বাগান মালিককে কুপিয়ে জখম
