॥প্রতিনিধি॥ বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে কালজয়ী লেখক মীর মশাররফ হোসেনের উপর প্রকাশিত বিশেষ সংখ্যা ‘সাহিত্য সমাচার’-এর মোড়ক উন্মোচন গতকাল ২৯শে জুন বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদের সভাপতি বদিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর আলতাফ হোসেন, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, মিসেস শাহিনুর বেগম পপি, সাংবাদিক বাবু মল্লিক ও অনিল কুমার বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লেখক মফিজ ইমাম মিলন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমীর উপ-পরিচালক তপন বাগচী।
এ সময় বৃহত্তর ফরিদপুর ও রাজবাড়ী জেলার কবি-সাহিত্যিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ কর্র্তৃক প্রকাশিত ‘সাহিত্য সমাচার’ নামক পত্রিকার কপি বিতরণ করা হয়।
বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদ কর্তৃক প্রকাশিত ‘সাহিত্য সমাচার’-এর মোড়ক উন্মোচন
