॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল গত ২৮শে জুন বেলা সোয়া ৩টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে অবৈধভাবে গড়ে তোলা নকল ডিটারজেন্ট পাউডার তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উপকরণ জব্দ করাসহ ৪জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ জঙ্গল ইউনিয়নের আকপোটরা গ্রামের মঙ্গল মালাকারের ছেলে মিঠুন মালাকার(২৩), বিনয় রায়ের ছেলে লিটন রায়(২৬), কমল মন্ডলের ছেলে সবুজ মন্ডল(২১) এবং রতন মন্ডলের ছেলে রাজু মন্ডল(২০)। জব্দকৃত উপকরণের মধ্যে রয়েছে আনুমানিক ১৩ লক্ষ ৭২ হাজার ৫শত টাকা মূল্যের ৩০৫ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার ও পাউডার তৈরীর কাঁচামাল (৪৪ বস্তা ঘুড়ি, ৮০ বস্তা মেগা, ১৩ বস্তা রিম ও ৮৮ বস্তা সুপার এক্সেল পাউডার এবং ৮০ বস্তা নকল ডিটারজেন্ট তৈরীর কাঁচামাল) এবং বিপুল পরিমাণ রিম, সাদা, রান, উইলস, এসডিপি, জেনারেল, সুপার এক্সেল, ঘুড়ি, নেট ওয়াশ, মেগা, রেইন লাস্ট ওয়াশ ইত্যাদি ব্র্যান্ডের খালি প্যাকেট।
রাজবাড়ী ডিবির ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, জঙ্গল ইউনিয়নের আখপোটরা গ্রামের বিকাল রঞ্জন বিশ্বাসের ছেলে বিচিত্র বিশ্বাস(৩৬) এবং কুষ্টিয়ার মধুখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের নাবদিয়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে খোকন মিয়ার(৩৫) নেতৃত্বে সমাধিনগর বাজারের পাশে নদীর পাড়ে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত অবৈধভাবে কারখানা স্থাপন করে নকল, ক্ষতিকর, ভেজাল ডিটারজেন্ট পাউডার উৎপাদন করে বিভিন্ন কোম্পানীর মোড়কে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানোর সময় বিচিত্র বিশ্বাস ও খোকন মিয়া পালিয়ে যেতে সক্ষম হলেও বিপুল পরিমাণ উপকরণসহ তাদের ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় পলাতক বিচিত্র বিশ্বাস ও খোকন মিয়াসহ গ্রেফতারকৃত মিঠুন মালাকার, লিটন রায়, সবুজ মন্ডল ও রাজু মন্ডলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) ধারায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দিতে নকল ডিটারজেন্ট পাউডারের কারখানায় ডিবির অভিযানে বিপুল পরিমাণ উপকরণ জব্দ॥৪জন গ্রেপ্তার
