॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি’র একটি দল গতকাল ২৯শে জুন রাত সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী খেয়াঘাট ব্রীজের উপর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজসহ ৭টি মামলার আসামী তোফাজ্জেল হোসেন ওরফে তোফা (৩২)কে গ্রেফতার করেছে। সে পাংশা উপজেলার বিলচত্রা গ্রামের ওসমান গনির ছেলে।
জানাগেছে, রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, চুরিসহ মোট ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে ৫টি জিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট পেন্ডিং ছিল।
পাংশার বাগদুলী থেকে অস্ত্র-গুলিসহ ৭মামলার আসামী তোফাজ্জেল গ্রেপ্তার
