Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

॥স্টাফ রিপোর্টার॥ ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের নিয়ে গতকাল ২৯শে জুন বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ আবোল তাবোল শিশু সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র আইনজীবী ও নারী নেত্রী এডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার, ডাঃ পূর্ণিমা দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনিরুল হক, মহিতুজ্জামান বেলাল, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, শিক্ষক ছায়া চক্রবর্তী, মোঃ আব্দুল হামিদ ও আব্দুল হালিম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উন্মুক্ত আলোচনায় ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা ক্যান্সারের চিকিৎসা, সমস্যাসহ প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রাজবাড়ীতে একটি সংগঠন করার বিষয়ে ঐক্যমতে পৌছান।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সিদ্ধান্তের প্রেক্ষিতে এডঃ দেবাহুতি চক্রবর্তীকে সভাপতি এবং আহমেদ নিজাম মন্টুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ক্যান্সার সোসাইটি রাজবাড়ী নামক সংগঠনের কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী জেলায় ক্যান্সারে আক্রান্তদের ডাটাবেজ তৈরী, ক্যান্সার প্রতিরোধ, ভীতি দূর করার জন্য প্রচারণা এবং ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।