Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির গঙ্গাসাগর থেকে ২টি গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেফতার

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ২৫শে জুন রাতে জঙ্গল ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ীতে রোপনকৃত ২টি গাঁজার গাছসহ দীনবন্ধু মন্ডল(৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই দিপন মন্ডল, এস.আই অংকুর ভট্টাচার্য, এএসআই মনির ও এএসআই কিরণ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দীনবন্ধু মন্ডলের বাড়ীর রান্নাঘরের পিছনে পুকুরচালায় রোপনকৃত ৫ কেজি ১শ গ্রাম ওজনের ৭ ও ৯ ফুট উচ্চতার গাঁজার গাছ ২টি জব্দ করাসহ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দীনবন্ধু মন্ডল গঙ্গাসাগর গ্রামের ঠাকুরপদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকাল ২৬শে জুন তাকে আদালতে সোপর্দ করা হয়।