Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রতনদিয়ায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ॥দিনমজুর স্বামী পলাতক!

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামে গত ২৩শে জুন রাতে মুন্নি বেগম(২২) নামের এক গৃহবধুকে দিন মজুর স্বামী এশারত বিশ্বাস(৩২) কর্তৃক শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
কালুখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে গতকাল ২৪শে জুন ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানাগেছে, রতনদিয়া গ্রামের মজিবর বিশ্বাসের পুত্র দিন মজুর এশারত বিশ্বাসের ১ম স্ত্রী নুপুর স্বামীর নির্যাতন সইতে না পেরে গত বছর ২টি সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর ২য় স্ত্রী নাজমা তাকে তালাক দিয়ে বাপের বাড়ীতে চলে গেলে এশারত বিশ্বাস ২মাস পূর্বে ১৫হাজার টাকা যৌতুক নিয়ে পার্শ¦বর্তী খানগঞ্জ ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মতিউর রহমান ধাবকের কন্যা মুন্নি বেগমকে ৩য় বিয়ে করে। মুন্নির সাথেও এশারতের বনিবনা হচ্ছিল না। গত ২১শে জুন এশারতের পিতা মজিবর বিশ্বাস পিত্রালয় থেকে মুন্নিকে বাড়ীতে নিয়ে আসে। বউকে বাড়ীতে দেখতে পেয়ে এশারত কয়েক দফা তাকে মারপিট করে। মুন্নির পিতা কাঠ ব্যবসায়ী মতিউর রহমান ধাবক দাবী করেন, তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে জামাই এশারত বিশ্বাস পলাতক রয়েছে।