॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে এক সন্তানের জননী রনি বেগম (২২)কে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত ১৫ই জানুয়ারী নিহতের পিতা রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের বিনোদ মল্লিক বাদী হয়ে জামাই শাহাদত তফাদার(২৫) ও তার বোন সাথী আক্তার (২০)কে আসামী করে ৩০২/৩৪ পেনাল কোড ধারায় এ মামলাটি দায়ের করেন। বালিয়াকান্দি থানার মামলা নং-৪। এ ঘটনায় আটক অভিযুক্ত শাহাদতকে গতকাল ১৬ই জানুয়ারী কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিহতের পিতা বিনোদ মল্লিক জানান, গত ৮বছর আগে ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত আবুল বাশার তফাদারের ছেলে শাহাদত তফাদারের সাথে তার মেয়ে রনি বেগমের বিয়ে হয়। শাহাদত ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করে। গত ১৪ই জানুয়ারী রাত সাড়ে ১১টার দিকে সে ঢাকা থেকে বাড়ীতে আসে। পরদিন ১৫ই জানুয়ারী সকাল ৬টার দিকে তিনি তার মেয়ে রনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পান।
খবর পেয়ে তিনি তার মেয়েকে শ্বশুড় বাড়ীর বসতঘরের বারান্দায় মৃত অবস্থায় দেখতে পান। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ ও জখমের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
তিনি অভিযোগ করেন তার মেয়েকে মারপিটের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস.আই মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, গত ১৫ই জানুয়ারী বিকেল সাড়ে ৪টার দিকে নিহত রনি বেগম মৃত দেহ উদ্ধার ও তার স্বামী শাহাদতকে আটক করা হয়।