॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ভান্ডারিয়া ও কৃষ্ণপুর মৌজার জনবসতিপূর্ণ এলাকায় ৩ফসলী জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ বন্ধে গত ২০শে জুন জেলা প্রশাসকের নিকট গণআবেদন দাখিল করা হয়েছে।
দরখাস্তে উল্লেখ করা হয়েছে, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীরের নেতৃত্বে পার্শ্ববর্তী খানখানাপুর অঞ্চলের ২০/২৫ জনের সমন্বয়ে জনবসতিপূর্ণ এলাকায় বছরে ৩টি ফসলের চাষ করা হয় এমন জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ কাজ শুরু করা হয়েছে, যার ক্ষতি অর্থের দ্বারা পূরণযোগ্য নয়। যে জমিতে ইটভাটা স্থাপন করছে সেখানে ৫টি বিদ্যুৎ চালিত ও ৫টি ডিজেল চালিত অগভীর নলকূপ রয়েছে। সেই অগভীর নলকূপগুলো ক্ষমতার অপব্যবহার করে উচ্ছেদ করে ইটভাটা স্থাপন করছে। এ কারণে এলাকার অসহায় কৃষকগণ মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
এছাড়াও ইটভাটার পাশেই সরকারের সেবামূলক প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারিয়া বাজারসহ ২/৩ হাজার ফলজ ও বৃক্ষের বাগানসহ কয়েকশত একর ৩ ফসলী আবাদী জমি রয়েছে।
দরখাস্তে এলাকার অসহায় কৃষকদের একমাত্র জীবিকার উৎস এই আবাদী কৃষি জমি, যা চাষাবাদ করে তারা পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করে। অবৈধভাবে জোর জবর-দখল ও ক্ষমতার প্রভাব খাটিয়ে যাতে ইটভাটা স্থাপন করে পরিবেশের ক্ষতিসাধন ও আবাদী কৃষি জমি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
ভান্ডারিয়া এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ৯৬জন পুরুষ ও নারী আবেদনে স্বাক্ষর করেছেন। আবেদনের অনুলিপি জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা কৃষি কর্মকর্তা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও পাঁচুরিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়ায় ফসলী জমিতে ইটভাটা নির্মাণ বন্ধের দাবীতে ডিসির নিকট গণ দরখাস্ত
