Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জেলা পরিষদের সদস্য মজনুর পিতা ইউসুফ শেখের ইন্তেকাল

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনুর পিতা ও মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য ইউসুফ হোসেন শেখ (৬৩) গত ১৫ই জানুয়ারী রাত সোয়া ১০টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ——– রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযাতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মাজবাড়ী ইউপির চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিসুল হক বাবু, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, দেওয়ান আরাফাত হোসেনসহ শত শত মানুষ অংশ নেয়। জানাযা’র নামাজ পরিচালনা করেন ফুরফুরা শরীফের হুজুর সৈয়দ মঈনুদ্দিন ওরফে কাওসার হুসাইন পীর সাহেব। পরে মোঃ ইউসুফ হোসেন শেখকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মোঃ ইউসুফ হোসেন শেখ মদাপুর ইউপির শিবানন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ ১৩বছর একাধারে মদাপুর ইউপির ২নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যর দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সূর্যদিয়া দাখিল মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।