Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার নতুন উপজেলা হবে বসন্তপুরে। এমন সু-সংবাদই দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ১৬ই জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন সুলতানপুর, মূলঘর, শহীদওহাবপুর ও বসন্তপুর নিয়ে এ নতুন উপজেলা গঠন করা হবে। সকল প্রকার কথাবার্তা হয়ে গেছে। যেকোন সময় নতুন উপজেলার নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া, সাবেক চেয়ারম্যান আঃ হালিম চাঁদ মিয়া, বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া, জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মোঃ আবুল হাসিম জিহাদ ও বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলের সাবেক সভাপতি দেওয়ান সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সাবেক সভাপতি দেওয়ান সেকেন্দার আলীর পক্ষ থেকে উপ-বৃত্তির টাকা প্রদান করা হয়।