॥দেবাশীষ বিশ্বাস॥ পবিত্র ঈদুল ফিতরের আগের দিন গত ১৫ই জুন রাতে সাড়ে ১১ট দিকে প্রচন্ড ঝড়ে গাছ উল্টে পড়ে ভেঙ্গে গেছে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবহৃত দুইটি গাড়ী। জেলা প্রশাসকের বাংলোর গ্যারেজ চত্বরে রাখা গাড়ী ২টির উপর ঝড়ে গাছ পরলে ঢাকা-মেট্রো-ঠ-১৩-৩৭৫৩ এবং ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৩৯৯ গাড়ী দুইটি ভেঙ্গে ও দুমড়ে মুচড়ে যায়।
জানাগেছে, গত ১৫ই জুন রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কশিনার মোঃ তৌহিদুল ইসলাম দৌলতদিয়া ফেরী ঘাটে সরকারী দায়িত্ব পালন শেষে ফিরে জেলা প্রশাসকের বাংলোর গ্যারেজ চত্বরে গাড়ী রাখতেই ঝড়ে ভেঙ্গে পড়ে বিশাল কড়াই গাছ। এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলাম ও গাড়ী চালক। তবে গাড়ী ২টি ভেঙ্গে ও দুমড়ে মুচড়ে যায়। গাড়ীর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা বলে জানাগেছে।
পরে ঈদের দিন সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সড়িয়ে ভেঙ্গে যাওয়া গাড়ী ২টি উদ্ধার করে।
ঝড়ে গাছ ভেঙ্গে পড়ায় রাজবাড়ী ডিসি পুলের দুইটি গাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি
