Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা কমিটির সভায় ছাত্রীকে যৌন নিপীড়নকারী সেই শিক্ষক নেতা হবি’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

॥স্টাফ রিপোর্টার॥ ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান মোল্লা ওরফে হবি’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত ১৯শে জুন রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কৈফিয়ত তলবের মাধ্যমে প্রশাসনিক বদলীসহ সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা চলাকালে কমিটির উপদেষ্টা শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি মোবাইল ফোনের মাধ্যমে উক্ত হাবিবুর রহমান মোল্লা হবি’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় বলা হয়, সদর উপজেলার ‘সূর্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান মোল্লা হবি ইতিপূর্বে ঐ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীর সাথে অশ্লীল আচরণ করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এবং রাত ১২টায় সেখান থেকে ছাড়া পায়। ঘটনাটি ঐ বিদ্যালয় এলাকার অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করলে তাকে রাজবাড়ী পিটিআই’র পরীক্ষণ বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। এহেন পরিস্থিতিতেও সে সংশোধন না হয়ে পুনরায় পরীক্ষণ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর সাথে যৌন হয়রানীমূলক আচরণ করে। এ বিষয়ে গত ১২ই জুন দৈনিক মাতৃকণ্ঠ এবং পরবর্তীতে রাজবাড়ী বার্তা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায়।’
সদর উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বলেন, সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে সহকারী শিক্ষক হাবিবুর রহমান মোল্লা হবি বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কৈফিয়ত তলবের মাধ্যমে প্রশাসনিক বদলীসহ সাময়িক বরখাস্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে কৈফিয়ত তলবসহ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।