Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শান্তিতে থাকার জন্যই দেশবাসী আগামীতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবে —- রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১২ই বিকালে কালুখালী ডিগ্রী কলেজের মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সমাজসেবক ইঞ্জিঃ মনিরুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা ও দেওয়ান আরাফাত হোসেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মবি চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমনসহ কালুখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, পবিত্র মাহে রমজানের মাস সিয়াম সাধনার মাস। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে রোজা রাখছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পাংশা, বালিয়াকান্দির পর কালুখালীতে আওয়ামী লীগের আয়োজনে ব্যাপক পরিসরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শেখ হাসিনা এ দেশের জন্য যা করেছেন তা আর কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান করতে পারেন নাই। তাই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, বিগত বিএনপি-জামাত জোট ভোট চাওয়ার মতো দেশে কোন কাজ করে নাই। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে আছে, শান্তিতে থাকবে। শান্তিতে থাকার জন্যই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ ভালো মত বেঁচে থাকে। অন্য সরকার ক্ষমতায় থাকলে মানুষকে না খেয়ে মরতে হয়।
তিনি সরকার প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর জন্য দোয়া কামনা করেন। আলোচনার শেষে ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রতনদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল মালেক।