পিকেএসএফের সহযোগিতায় এনজিও কেকেএসের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে গত ১১ ও ১২ই জুন রাজবাড়ী চক্ষু ক্লিনিক এন্ড স্পেশালাইজড হাসপাতালে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। ক্যাম্পে অপারেশন পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন এবং ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালের সাবেক আরএমও ডাঃ মোঃ কামরুল হাসান। ২দিনের এই চক্ষু ক্যাম্পে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দরিদ্র ২০জন ছানি পরা রোগীর বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপন করা হয় – প্রেস বিজ্ঞপ্তি।
কেকেএস সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে খানখানাপুরে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
