Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলার ইউপি পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অর্থ-শাড়ী ও লুঙ্গি বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

॥শিহাবুর রহমান॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নগদ অর্থ এবং শাড়ী লুঙ্গি ও সার্ট পিচ বিতরণ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি। এ সময় তার সহধর্মিনী রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
গতকাল ১২ই জুন দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রত্যেক ইউনিয়নের জন্য নগদ ১লক্ষ টাকা, ৫০টি লুঙ্গি, ৫০টি শাড়ী ও ১০টি শার্ট পিচ তুলে দেন তিনি।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, পবিত্র ঈদুল ফিতরের কথা চিন্তা করেই তিনি ব্যক্তিগত তহবিল থেকে এ উদ্যোগ নিয়েছেন। আজ ৭টি ইউনিয়নের মধ্যে নগদ অর্থ ও শাড়ী-লুঙ্গি এবং শার্ট পিচ বিতরণ করা হয়েছে। আগামীকাল আরো ৭টি ইউনিয়নের মধ্যে এ অর্থ ও শাড়ী-লুঙ্গি এবং শার্ট পিচ বিতরণ করা হবে।