Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় চায়না মাইক্রোর ধাক্কায় ১ব্যক্তি নিহত

॥স্টাফ রিপোর্টার॥ দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় গতকাল ১৩ই জানুয়ারী দুপুরে মাগুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চায়না নাগরিকবাহী মাইক্রোবাসের ধাক্কায় আহসান মন্ডল(৫৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছে। সে স্থানীয় হোসেন মন্ডল পাড়ার মৃত সুলতান মন্ডলের ছেলে।
গোয়ালন্দ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় মহাসড়ক পার হচ্ছিল আহসান মন্ডল। এ সময় দ্রুতগামী দৌলতদিয়া ঘাট গামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দুপুর বারোটার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে গোয়ালন্দ ঘাট ও গোয়ালন্দ মোড় হাইওয়ে থানা পুলিশ ফেরী ঘাট থেকে ঘাতক মাইক্রোবাস(ঢাকা-মেট্রো-চ-৫৩-১৮০৭) আটক করে। তবে চালক পলাতক রয়েছে।
গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ওসি এমদাদুল হক জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি আটক রয়েছে। তবে মাইক্রোবাসে চারজন চায়না নাগরিক থাকায় তাদেরকে আরেকটি গাড়িতে করে ঢাকায় পাঠানো হয়। তারা মাগুরার একটি কোম্পানীর কাজ সেরে ঢাকা যাচ্ছিল।
এরআগে গত বুধবার রাতে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা গোয়ালন্দ বাজারগামী মাহেন্দ্র যাত্রী বোঝাই করে আসার পথে গোয়ালন্দ বাজারের কাছে পদ্মার মোড় এলাকায় পৌছলে ব্রেক ফেল করে উল্টে মহাসড়ক থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র চালক আব্দুল মান্নান মোল্যা(৩৫) এর মৃত্যু হয়। সে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ড নিলু শেখের পাড়ার মৃত তাইজদ্দিন মোল্যার ছেলে। এ ঘটনায় আহত হয় অন্তত পাঁচ জন যাত্রী। তাদেরকে রাতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।