॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল হরিসভা এলাকার পোদ্দারের পুকুরচালায় গতকাল ৯ই জুন দুপুরে সাংবাদিক রবিউল খন্দকার মজনুর ভাই মিলন খন্দকার (৩২)কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সুমন নামের এক সন্ত্রাসী।
জানাগেছে, পূর্ব শত্রƒতার জেরে মিলন খন্দকারের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন পার্শ্ববর্তী একটি দোকান থেকে ধারালো বটি নিয়ে এসে গলায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা সেখান থেকে আহত মিলনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ী শহরের হরিসভায় সাংবাদিক মজনুর ভাই মিলনকে কুপিয়ে জখম
