Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দের মাদক সম্রাজ্ঞী রহিমা হেরোইনসহ গ্রেফতার

॥শিহাবুর রহমান॥ গোয়ালন্দ উপজেলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রহিমা খাতুন(৭০) ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয়েছে। গত ৩০শে মে সকালে উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডলপাড়ার হায়দার বেপারীর বাড়ী থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে গ্রেফতার করে। সে উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মিজানুর রহমানের স্ত্রী।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, গ্রেফতারকৃত রহিমা খাতুন গোয়ালন্দ উপজেলার কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। রহিমা হায়দার বেপারীর বাড়ীতে ভাড়া থাকতো। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক আইনে মামলা রয়েছে। গত ৩০ মে মাদক বিরোধী রেইডিং পার্টির অভিযান চলাকালে খবর আসে রহিমা তার ভাড়া বাড়ীতে মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার কোমর থেকে ১০গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৭৪০০টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল ৩১ মে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।