Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সরকারীকরণের প্রজ্ঞাপন জারী॥অভিনন্দন

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণের প্রজ্ঞাপন জারী হয়েছে। এ সংবাদে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী-অভিভাবকগণ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয়দের মধ্যে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয় সুত্রে জানাগেছে, গত ২৮শে মে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহার কর্তৃক স্বাক্ষরিত ৩৭.০০.০০০০.০৭১.১৮.০০৩.১৭-৬৪৭ নং স্মারকের এক প্রজ্ঞাপনে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ৩৬টি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হয়েছে।
গত ০৭/০৯/২০১৭ইং তারিখে অর্থ মন্ত্রণালয় উক্ত বিদ্যালয়গুলো সরকারীকরণের জন্য অনাপত্তি প্রজ্ঞাপন জারী করে। তার প্রেক্ষিতে একই বছরের ৫ই অক্টোবর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সরকারের বরাবর লিখে দেয়া হয়।
সরকারীকরণের প্রজ্ঞাপন জারী হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।