॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে গত ২৭শে মে রাতে কুষ্টিয়া শহর থেকে ২টি একনলা বন্দুক ও বিপুল পরিমাণ কার্তুজসহ ২জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কুষ্টিয়া সদর থানাধীন উদিবাড়ী গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে জিন্নাহ শেখ(৩৭) এবং কুষ্টিয়া শহরের থানা পাড়ার আর.এ খান রোডের মৃত আঃ আলিমের ছেলে সাজ্জাদুর রহমান ওরফে টপি(৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭শে মে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে থেকে ১০০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজসহ প্রথমে জিন্নাহকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাজ্জাদুর রহমান ওরফে টপি’কে ২টি দেশী একনলা বন্দুক ও ১হাজার ৬৬৯ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজসহ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজসহ তাদেরকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর পূর্বক র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।