Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরে ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন, ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ৩দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ গতকাল ১১ই জানুয়ারী রাতে সমাপ্ত হয়েছে।
গতকাল বুধবার বুধবার বিকেলে থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাগরিবের নামাজের পর পুরস্কার বিতরণ করা হয়।
জানাযায়, উন্নয়ন মেলায় ৩৫ টি স্টলের মধ্যে পাংশা উপজেলা কৃষি দপ্তর, এলজিইডি ও হিসাব রক্ষণ দপ্তরের স্টল যৌথভাবে প্রথম স্থান লাভ করে। কৃষি অফিসার, উপজেলা প্রকৌশলী ও হিসাব রক্ষণ কর্মকর্তাকে অতিথিবৃন্দ পুরস্কৃত করেন। এছাড়া মেলায় স্টল দেয়া অন্যান্যদের শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান শেষে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বক্তব্য রাখেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে পাংশা উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।