Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নবাবপুরের সরকারী রাস্তা থেকে গাছ কর্তনের চেষ্টা

॥সবুজ সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী পশ্চিম পাড়া গ্রামে ইউনিয়ন পরিষদের সরকারী রাস্তার গাছ কর্তনের চেষ্টা চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী বন্ধ করে দিয়েছেন।
এলাকাবাসী জানায়, গতকাল ১০ই জানুয়ারী সকালে কুরশী পশ্চিম পাড়া গ্রামের বাহাদুর শিকদারের পুত্র রহমান শিকদার তার জমির পাশে ইউনিয়ন পরিষদের সরকারী রাস্তার ৩টি বাবলা গাছ ও ১টি শিশু গাছ রামদিয়া বাজারের শামছুল বেপারীর কাছে ১৫০০ টাকায় বিক্রি করে। সে মোতাবেক শামছুল বেপারী তার লোকজন দিয়ে গাছ কাটতে আসলে এলাকার লোকজন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলীকে জানালে তিনি তাৎক্ষণিক এসে গাছ কাটা বন্ধ করে দেন।
গাছ কাটার বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেই। গাছ কর্তনের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের সরকারী সড়কের দু’পাশের গাছ রাতের অন্ধকারে ও প্রকাশ্য দিবালকে চুরি হয়ে যাচ্ছে। দিনে-রাতে গাছ চুরি হয়ে গেলেও অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসী এসব বৃক্ষ দস্যুদের চিহ্নিত করে শাস্তির দাবী জানিয়েছে।