Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে কম্বল বিতরণ

॥কবির হোসেন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১০ই জানুয়ারী বেলা ১১টায় শহরের কলেজ রোডস্থ সংস্থার কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিনাত আরা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুর মহল আশরাফী।
জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী কাজী আফরোজা মোমেন জিপা এবং জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার কর্মকর্তা মোঃ আব্দুল মতিন মোল্লা প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার এবং রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রিন্টুসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।