Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে উন্নয়ন মেলায় হিসাব রক্ষণ দপ্তরের লিফলেট বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ চত্বরে ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন, ‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ৯-১১ই জানুয়ারী ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা বসেছে। এতে সরকারী ও বেসরকারী দপ্তরের মোট ৩৫টি স্টলে স্ব-স্ব দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের নানা তথ্য উপাত্ত উপস্থাপন করা হচ্ছে।
গতকাল ১০ই জানুয়ারী সরেজমিন উন্নয়ন মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মেলার বিভিন্ন স্টল ঘুরে-ঘুরে দেখছেন। এ সময় কালুখালী উপজেলা হিসাব রক্ষণ দপ্তরের স্টলে কালুখালী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা এম.এম মাহমুদ-উন-নবী মেলায় আগত দর্শনার্থীদের মাঝে হিসাব রক্ষণ দপ্তরের সেবাসমূহ এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রদত্ত আর্থ-সামাজিক ক্ষেত্র, প্রকৃত খাত, রাজস্ব খাত, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম(এসইআইপি) প্রকল্প ও আইপিএফএফ প্রকল্পের বর্তমান সরকারের সাফল্যের তথ্য ভিত্তিক লিফলেট বিতরণ করেন।
গত সোমবার দুপুরে কালুখালীতে উন্নয়ন মেলার উদ্বোধন করেন কালুখালী উপজেলা চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ সাইফুল ইসলাম। আজ বুধবার ৩দিন ব্যাপী মেলার সমাপ্ত হবে।