Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে কয়েকদিন ধরে টেলিটকের নেটওয়ার্ক নেই

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে কয়েক দিন ধরে টেলিটকের নেটওয়ার্ক নেই। ফলে সরকারী এই মোবাইল অপারেটরটির গ্রাহকরা ভোগান্তিতে পড়েছে।
ভর্তি ও চাকুরীর আবেদন ও বৈদ্যুতিক বিল জমা দেয়াসহ প্রয়োজনীয় নানা সেবা পেতে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হয়। কিন্তু নেটওয়ার্ক না থাকায় ভর্তিচ্ছু ও চাকরী প্রার্থীসহ উপজেলাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে এইচএসসিতে ভর্তিচ্ছু রাসেল মিয়া নামের একজন বলেন, আগামী ২৪শে মে আবেদনের শেষ তারিখ। অথচ টেলিটকের নেটওয়ার্ক থাকায় এখন পর্যন্ত আবেদন করতে পারিনি। সে জন্য দুশ্চিন্তায় রয়েছি।
একইভাবে কয়েকজন চাকুরী প্রত্যাশী জানান, তারা অনলাইনে চাকরীর জন্য আবেদন করে থাকেন। যার ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হয়। এখন নেটওয়ার্ক না থাকায় চাকরীর আবেদন করা যাচ্ছে না।
কালুখালী বাজারের কম্পিউটার দোকানী রামেজ খান বলেন, আমার দোকানে অনেকে এইচএসসিতে ভর্তির ও চাকরীর আবেদন করতে আসছেন। কিন্তু টেলিটকের নেটওয়ার্ক না থাকায় তাদের আবেদন ফি কিভাবে জমা দিব? এর ফলে ভর্তিচ্ছু ও চাকরীর আবেদনকারীদের পাশাপাশি কম্পিইটার ব্যবসায়ীরাও ক্ষতির সন্মুখীন হচ্ছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসা দরকার।