॥সবুজ সিকদার॥ বালিয়াকান্দিতে ঘন জনবসতি এলাকায় গড়ে উঠা পোল্ট্রি মুরগীর ফার্ম বন্ধের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি জন বসতি এলাকায় ফার্ম না করার জন্য গণপিটিশন দিয়েছেন তারা।
জানাযায়, বালিয়াকান্দি উপজেলার সদরে হানেফ মিয়া ঘন জন বসতি এলাকায় দীর্ঘ প্রায় ১০বছর ধরে মুরগীর খামারের ব্যবসা করে আসছিল। জন বসতি এলাকায় মুরগীর ফার্ম করায় দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল এ অঞ্চলের মানুষ। ফলে চরম অস্বস্তির মধ্যে জীবন যাপন করে আসছিলেন তারা। তবে এ বছর বেশ কিছু দিন ধরে ওই ফার্মে মুরগী না থাকায় ভাল ছিলেন স্থানীয়রা। কিন্তু সম্প্রতি ওই ফার্মে আবারো মুরগী উঠানোর উদ্যোগ নেন হানেফ।
এলাকাবাসীর অভিযোগ, গ্রামটির মধ্যে ১টি স্কুল ও ১টি মসজিদ রয়েছে। এতো দিন ফার্মের দুর্গন্ধে মুসুল্লিরা ভালভাবে নামাজও আদায় করতে পারতো না। ব্যাহত হতো স্কুলটির পাঠদানও। তবে বেশ কিছু দিন ওই ফার্মে মুরগী না থাকায় ভাল ছিলেন তারা। হঠাৎ করে বন্ধকৃত ফার্ম আবারো শুরু করার উদ্যোগ নিলে এলাকাবাসী বালিয়াকান্দি থানায় অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গত ২৪শে ডিসেম্বর ফার্মের মালিক হানেফ থানায় জন বসতি এলাকায় ফার্মের কার্যক্রম পরিচালনা করবেন না বলে অঙ্গীকার করেন। কিন্তু সম্প্রতি তিনি সেই অঙ্গীকারকে অস্বীকার করে ফার্মের সংস্কার করাসহ মুরগীর বাচ্চা উঠানোর উদ্যোগ নেন। ফলে এলাকাবাসী তার বিরুদ্ধে গণস্বাক্ষর করে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারসহ একাধিক দপ্তরে ফার্মটি না করার জন্য অভিযোগ করেন এবং প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেন।