Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের কালেক্টরেট দিবস পালন

॥স্টাফ রিপোর্টার॥ কালেক্টেরেট দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই মে বিকাল ৪টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, সদ্য যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমদ, পাংশা উপাজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী কালেক্টরেট দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, আজ থেকে ২৪৬ বছর পূর্বে সৃষ্ট কালেক্টরেট পরিবার জনসেবায় পরীক্ষিত একটি প্রতিষ্ঠান। তদানীন্তন ভারত উপমহাদেশে সৃষ্ট কালেক্টর পদটি আজও তার ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে। ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রথম জেলা কালেক্টরের পদ সৃষ্টি করা হয়। পরবর্তীতে তাকে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারী বিচার ব্যবস্থার ক্ষমতা অর্পণ করা হয় এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি পদ সৃষ্টি করা হয়। এটি জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্ট। পরবর্তীতে পাকিস্তান আমলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টর এর জন্য আরেকটি পদ সৃষ্টি করা হয় জেলার উন্নয়নে কর্মসমূহের সমন্বয় সাধনের জন্য, যার নাম ডেপুটি কমিশনার। কালেক্টরের পদবী ধরেই জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়।
তিনি আরও বলেন, কালেক্টর পদটি সৃষ্টির পর কালেক্টরকে আবর্তন করেই বিভিন্ন বিভাগ আত্মপ্রকাশ করে। দীর্ঘদিনের পথ পরিক্রমায় আজকের জেলা প্রশাসন আরও পরিশীলিত, পরিমার্জিত এবং জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়ে তার ঐতিহ্যকে সমুন্নত রেখেছে। তিনি প্রথমবারের মত রাজবাড়ীতে কালেক্টরেট দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান এবং সকল কর্মকর্তা ও কর্মচারীদের কালেক্টরেট পরিবারের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখতে সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের উপর দায়িত্ব পালনের আহবান জানান।
উল্লেখ্য, গোয়ালন্দ মহকুমা এবং পরবর্তীতে ১৯৮৪ সালে রাজবাড়ী জেলা সৃষ্টির পর এবারই প্রথম রাজবাড়ীতে কালেক্টরেট দিবস পালিত হলো।