Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বেতন বৃদ্ধি সহ জাতীয়করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

॥শিহাবুর রহমান॥ শিক্ষক-কর্মচারীদের ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ীভাড়া ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বেসরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
গতকাল ৮ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এতে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি সুশীল চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, বালিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি আঃ রউফ, গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি ফকির আব্দুল কাদের, কালুখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আলী, পাংশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।