Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত উৎসব অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গতকাল ৭ই মে বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী গণিত ও বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেলা রানী সরকারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান।
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াসিন আলী। এ সময় সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুরুল হক ও মোশারফ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন ফেরদৌস ও ওলিউল আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নিতে ও আধুনিক বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে নিজেদেরকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে তাদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সকল কো-কারিকুলাম একটিভিটিজে অংশগ্রহণ করতে হবে। যাতে এর মাধ্যমে শিক্ষার্থীরা যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে তাদের মেধা বিকাশের সুযোগ পায়। তারই ধারাবাহিকতায় আজকে গণিত ও বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, বিজ্ঞান ও গণিত বিষয়ে পারদর্শী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা বিকাশের জন্য উদ্ভাবনীমূলক নতুন নতুন আবিষ্কারে আরো উৎসাহিত হয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করবে।
শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত, উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। শিক্ষার্থীরাও অত্যন্ত সাবলীলভাবে তার প্রশ্নের উত্তর দেয়াসহ বোর্ডে লিখে বুঝিয়ে দেয়।
এছাড়াও জেলা প্রশাসক নিজেই ব্লাকবোর্ডে গণিতের বিভিন্ন জটিল বিষয় সমাধান করে শিক্ষার্থীদের বুঝিয়ে দেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি গণিত ও বিজ্ঞান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বক্তব্য শুরুর পূর্বে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্ভাবনীমূলক স্টল পরিদর্শন করেন। পরে গণিত ও বিজ্ঞান উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই গণিত ও বিজ্ঞান উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ৩০টি স্টলে তাদের বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করে।